জাতীয় নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার – News Tangail

জাতীয় নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার – News Tangail

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারকে নতুন জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের (এসপি) পদায়ন ও বদলি করা হয়েছে। এই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার জন্য মুন্সিগঞ্জের বর্তমান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্বে সফলভাবে কাজ করছিলেন। এই নিয়োগের ফলে তিনি টাঙ্গাইল জেলা পুলিশের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই পদায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন ও রাজনৈতিক মহল। জাতীয় নির্বাচনের সময় টাঙ্গাইলের সামগ্রিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন নতুন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের কাঁধে আসছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই দেশজুড়ে বড় পরিসরে এই রদবদল করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts