জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে: ডা. রিয়াজ

জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে: ডা. রিয়াজ

জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে: ডা. রিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল রিয়াজ বলেছেন আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মাধ্যমে গণ ভোট প্রদান করতে করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিকভাবে আন্দোলন চালিয়েই যাবো। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণ সুরমা থানার অস্থায়ী কার্যালযয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সেক্রেটারী আলামিন হামজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Explore More Districts