জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু – DesheBideshe

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু – DesheBideshe

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু – DesheBideshe

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।

এ সময় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তারপর অধিবেশনে কথা বলবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান। এবারও তাই হচ্ছে।

লুলা দা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের সম্মেলনে ট্রাম্প ‘বিশ্বের লক্ষ্য’ নিয়ে কথা বলবেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা পুনর্ব্যক্ত করতে বলেছেন তিনি। গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ওপরই সৃষ্টি হয়েছে জাতিসংঘ।

আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোর মোকাবিলা করতে, জাতিগুলোকে একত্রিত করতে এবং বিভেদ দূর করতে বিশ্বের এখন আমাদের বিশেষ ক্ষমতা, মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসার শক্তি এবং আমাদের দূরদর্শিতার প্রয়োজন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts