এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর তো লাগবে। এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে, বলতে পারেন? আবেগে অনেক কিছু বলা যায়; কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না।’ তিনি আরও বলেন, গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, থাকতেও পারবে না। কেউ যদি মনে করে, নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে, নির্বাচন পিছিয়ে দিয়ে তো সেটা ঠেকানো যাবে না। সেটা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সেই লড়াই জারি রাখতে হবে।
মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক–হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের পর লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের। যে নতুন বাংলাদেশ মানে, মাগুরার ওই শিশুটি বা অন্য শিশুরা নিরাপদ থাকবে, মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে।