জহুরুল হক হল ক্রীড়ায় খালিদ-ছারজিল যুগ্ম চ্যাম্পিয়ন

জহুরুল হক হল ক্রীড়ায় খালিদ-ছারজিল যুগ্ম চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচে আগামীকাল সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমিতে বৈশ্বিক আসরের আগে নিজেদের প্রস্তুতিকে পরখ করে নিবেন নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরেু হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ঘরোয়া আসর বিপিএল থাকায় শক্ত কোনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে পারেন নি টাইগাররা। তাই মূল পরীক্ষা রাখার আগে নিজেদের প্রস্তুতিকে ঝাঁলাই করে নিতেই মাঠে নামছে তারা।

আইসিসির আট দেশের অংশগ্রহনে আয়োজিত এই আসরে অংশ নিতে গত বুধবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ে টিম টাইগার। সেখানে মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে শান্তরা।

বিসিবির প্রকাশিত ভিডিওতে গতকাল নিজেদের অবস্থা জানিয়ে পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভ্যারি খুব ভালো হয়েছে। এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’

প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

অবশ্য পাকিস্তান শাহিনসের যে দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের কোনো খেলোয়াড় নেই।

বাংলাদেশ স্কোয়াড-
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড-
মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

Explore More Districts