সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের বর্ষবরণ উৎসবের মিলনমেলা। রবিবার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে এ জল উৎসব অনুষ্ঠিত হয়।
সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের যুবক-যুবতী তাদের ঐতিহ্যর পোশাক পড়ে জলকেলিতে মেতে উঠেন এবং মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়।
মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করার মূল অর্থ হলো- এক অপরের প্রতি পানি ছিটিয়ে পুরাতন বছরের সকল দু:খ, কষ্ট, গ্লানি, ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করা।
এই বিষয়ে আরও
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি থেকে মং বাজিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কাপ্তাই জোন কমান্ডার মো. নুর উল্লাহ জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু প্রমুখ।
অনুষ্ঠানে মাসাস এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন আগত অতিথিরা।
ফুল বিজু দিয়ে শুরু হওয়া পাহাড়ের বর্ষবরণের তিন দিনব্যাপী উৎসব ইতি টানল সাংগ্রাই জল উৎসবের মধ্যদিয়ে। জল উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ী-বাঙালীর মিলনমেলায় পরিনত হয়।