জলিরপাড় ইউপি উপনির্বাচনে নির্বিঘ্নে ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মজুমদারের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য ১৭নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপ্লব মজুমদারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মজুমদারের কর্মী ও সমর্থকদের আয়োজনে উত্তর জলিরপাড় এলাকায় বঙ্গবন্ধু ক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখেই বলেন, আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য ১৭নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটা দিতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগের পর ভোটারদের সার্বিক নিরাপত্তা ও তার জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কোন বহিরাগত প্রবেশ করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেদিকেও দৃষ্টি রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিটন খান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ বৈরাগী, যুগ্ম সম্পাদক লিটন বাগচী টুলু, ধর্ম বিষয়ক সম্পাদক দীপক বৈদ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সঞ্জিত বাড়ৈ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম মন্ডল, নিতিশ হিরা, সাবেক ছাত্রনেতা মুকুল বাগচী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সজল কীর্তনীয়া, কৃষি বিষয়ক সম্পাদক সুকুমার বালা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক নিত্য বৈরাগী, ৭নং ওয়ার্ডের সদস্য অখিল তালুকদার সহ এলাকার ভোটার, চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মজুমদারের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।