জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৩৭

জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৩৭

জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৩৭

সিলেট টেস্ট জয়ের পরে ঢাকা টেস্টের প্রথম দিন শেষেও এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিপত্তি ঘটলো ম্যাচের চতুর্থ দিনে। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা টাইগাররা গুঁটিয়ে গেছে মাত্র ১৪৪ রানে। ফলে জিততে হলে নিউজিল্যান্ডের দরকার ১৩৭ রান।

শনিবার (৯ ডিসেম্বর) ঢাকা টেস্টের চতুর্থ দিনে টাইগারদের লক্ষ্য ছিল লিড বাড়ানোর। সকালের শুরুটাও ছিল দারুণ। তবে বিপত্তি ঘটে ১৫তম ওভারের শেষ বলে। এলবিডাব্লিউ’র ফাঁদে পরে আউট হন মোমিনুল। এরপরের ১০ ওভারের মধ্যে মাত্র ২৬ রান তুলতেই সাজঘরে ফেরেন আরও ৪ ব্যাটার।

মুশফিক করেন ৯ রান। শাহাদাত ফেরেন ৪ রানে। মিরাজ ও নুরুল হাসান সোহান করেন যথাক্রমে ৩ ও শূন্য। নাঈম আউট হন ৯ রানে। শরিফুল করেন ৮ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার জাকির হাসান। আর তাইজুল অপরাজিত থাকেন ১৪ রানে।

এর আগে দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে গেলে তৃতীয় দিনে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ড করে ১৮০ রানে। ফলে ৮ রানের লিড পায় কিউইরা। জবাবে ব্যাটে নেমে তৃতীয় দিন দুই উইকেট হারিয়ে দিন শেষ করেছিল টাইগাররা।

/এমএইচ

Explore More Districts