তিনি জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন। তিনি বলেন, ‘সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’


