জয়পুরহাট ও রংপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

জয়পুরহাট ও রংপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিওর গ্রামের শিশু আবির ও হুমাইরা প্রতিবেশী। তাদের বাড়ির পাশেই একটি পুকুর আছে। রোববার দুপুরে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বেলা সাড়ে তিনটার দিকে দুই শিশুকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান। দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, দিওর গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Explore More Districts