জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠের টিনের বেড়া ভাঙচুরের পর প্রীতি নারী ফুটবল ম্যাচ বাতিল করার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি, জেলা ক্রীড়া কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার আজ বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তিলকপুরের ঘটনায় আমাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জেনেছি। তবে এখনো তদন্ত কমিটির কাগজ হাতে পাইনি।’