-
- জয়পুরহাট, রাজশাহী বিভাগ
- জয়পুরহাটে ঝড়ে গাছ চাপায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু

জয়পুরহাটে ঝড়ে গাছ চাপায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- আপডেট টাইম May, 27, 2020, 8:41 am
- 144 পাঠক
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ী গ্ৰামে প্রচণ্ড ঝড়ে গাছ চাপায় দুই সন্তানসহ মা শিল্পী বেগমের (২৭) মৃত্যু হয়েছে। তার সন্তানরা হলো- নেওয়াজ মিয়া (৭) এবং নিয়ামুল হোসেন (৩)।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তারা খলিশাগাড়ী গ্ৰামের ৪নং ওয়ার্ডের জয়নাল মিয়ার স্ত্রী ও তার দুই ছেলে সন্তান। মা দুই সন্তানকে নিয়ে একই ঘরে ছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান, মঙ্গলবার রাতে মা তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি গাছ তাদের চালার উপর ভেঙে পড়লে তাতে চাপা পড়েন তারা।
ঝড় থামার পর স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ওই মা ও তার দুই সন্তানকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে নিহতের স্বামী অন্য ঘরে থাকায় তার কোন ক্ষতি হয়নি।
এ জাতীয় আরো খবর