জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভারব্রীজ দাবীতে,শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন – Daily Gazipur Online

জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভারব্রীজ দাবীতে,শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন – Daily Gazipur Online

মো বায়েজিদ হোসেন: গাজীপুর মহানগরির জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রীজসহ শহরের রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেন রানী বিলাশ মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুর গাজীপুর ডিসি অফিসের সামনে রাজবাড়ী রোডে রাণী বিলাশ মনির এর ছাত্র-শিক্ষকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন -সিনি: শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোখলেছুর চৌধুরী, নাসরিন আঞ্জুমান রুনী, নিহত ছাত্রের নানা পিটিআই সহকারি সুপার সুলতান উদ্দিন মুকামি ও শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুল্লাহ, আদিব মাহমুদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন-শহরের শিক্ষার্থী ও জনগন যেন নিরাপদে রাস্থায় চলাচল করতে পারে তার জন্য রেলক্রসিং ফুটওভারব্রীজ,স্কুলের সামনে সিএনজি,অটোরিকশা যানজট নিরসন, দ্রæত রাস্থা মেরামতের দাবি করা হয়।
উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এফ শাখার শিক্ষার্থী ইয়াসিন আদনান ১৯ নভেম্বর শিববাড়ি মোড় থেকে প্রাইভেট পড়ে স্কুলে যাওয়া সময় জিএমপির রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে আশেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতি দেখে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত সাড়ে ৬টার দিকে সে মারা যায়। ছাত্রের অকাল মৃত্যতে স্কুল পরিবার শোকাহত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আক্তার হোসেন মিয়া সভাপতিত্ব করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ,অভিভাবক, শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক বক্তব্য শেষ করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts