জমি বিরোধের জেরে বরিশালে ব্যবসায়ীকে মারধর

জমি বিরোধের জেরে বরিশালে ব্যবসায়ীকে মারধর

৮ March ২০২৫ Saturday ২:৩০:৪২ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

জমি বিরোধের জেরে বরিশালে ব্যবসায়ীকে মারধর

বরিশালের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ ওমর ফারুক সবুজ (৩৫) নামের এক মুদি দোকানদার ব্যবসায়ীকে মারধর করেছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাড়ির সামনে নিজ দোকান থেকে জোর করে টেনে ছিঁড়ে বের করে মারধর করা হয় । এ সময় দোকান ভাঙচুর ও নগদ ৩০ হাজার টাকা লুটপাট করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত হল চরকাউয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চর করাঞ্জি গ্রামের বাসিন্দা মনসুর জোয়াদ্দারের ছেলে ও বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলামের ভাই। বর্তমান তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, আহত ওমর ফারুকের পরিবারের সাথে একই এলাকার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে মোঃ রাসেদ মিয়া গংদের সাথে ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ৬০ বছর যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ মীমাংসার কথা বললেও প্রতিপক্ষরা কোন কিছুর তোয়াক্কা করে না। বিভিন্ন সময় নানা ধরনের হুমকি দিয়ে আসছিল । ঘটনার দিন ভুক্তভোগী স্থানীয়ভাবে সালিশ মীমাংসার কথা বললে রাসেদ ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে রাসেদ সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় দোকানপাট ভাঙচুর লুটপাট করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে সাংবাদিককে মা’র’ধ’র করে থানা গারদে আটকে রাখলেন ওসি : অতঃপর

বিকল রেডিওথেরাপি, চরম বিপাকে ক্যানসার রোগীরা

ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলেই রুট পারমিট বাতিলসহ গ্রেপ্তার

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত তাদের: প্রধান উপদেষ্টা

গৌরনদীতে গ্রিনলাইন বাসে আগুন

Explore More Districts