১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১১:১৪:০৭ পূর্বাহ্ন |
মুলাদী(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের মুলাদীতে জমি বিক্রি করতে গিয়ে নিজেকে মৃত বলে জানলেন বৃদ্ধ রফিজদ্দিন হাওলাদার (৯০)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মুলাদী উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার রফিজদ্দিন হাওলাদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম চর নাজিরপুর গ্রামের বাসিন্দা।
মুলাদী উপজেলা সাব-রেজিস্টার পার্থ প্রতীম মুর্খাজী বলেন, বর্তমানে জমি হস্তান্তর করতে জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন যাচাইয়ের অনুলিপি প্রয়োজন হয়। অনলাইনে যাচাই করতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। পরে নির্বাচন অফিস থেকে তিনি জীবিত থাকার একটি কাগজ দেওয়ার পর দলিল সম্পাদন করা হয়েছে।
মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালাম খান জানান, রফিজদ্দিন নির্বাচন কার্যালয়ে এসেছিলেন। আমি সার্চ করে দেখলাম ডেড ভোটার। হয়ত তথ্য সংগ্রহকারীরা ভুল করেছে। নির্বাচনের পর বিষয়টি ঠিক করে দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছে।
রফিজদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, বিশেষ প্রয়োজনে জমি বিক্রি করতে হয়েছে তাকে। জমি বিক্রির জন্য জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি তুলতে কম্পিউটারের দোকানে গেলে পাওয়া যায়নি। পরে অনুলিপি তুলতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান তিনি।
অনুলিপিতে দেখা যায়, রফিজদ্দিন হাওলাদারের জাতীয় পরিচয়পত্র নম্বর ২৮৪৮০২০৯৪৩, ভোটার নম্বর ০৬১৩০৯৭৩৯০৫০, ভোটার ক্রমিক নম্বর: ০, জন্ম তারিখ: ১৩-০৫-১৯৩৩, অবস্থা (Status): মৃত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা একটি অনুলিপি প্রিন্ট করে দিয়েছেন জানিয়ে বলেন, তাকে মৃত দেখানো হয়েছে। পরে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে জমি বিক্রি নিবন্ধন (রেজিস্ট্রি) করেন তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |