জন্ম নিবন্ধনের দায়িত্ব কাউন্সিলর অফিসকে দেয়া উচিত: মেয়র আতিক

জন্ম নিবন্ধনের দায়িত্ব কাউন্সিলর অফিসকে দেয়া উচিত: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

সিটি করপোরেশনের প্রতিটি কাউন্সিলর অফিসকে জন্ম নিবন্ধনের কাজের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৬ অক্টোবর) সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, জন্মনিবন্ধন ভোগান্তির আরেক নাম। নিবন্ধনের চাপ বাড়লে অনলাইনে সার্ভার ডাউন হয়ে যায়। এছাড়া নানা সিগনেচারের জন্য সাধারণ মানুষকে দৌঁড়াতে হয় বিভিন্ন জায়গায়। তাই জনগণের ভোগান্তি কমাতে সিটি করপোরেশনকে এই দায়িত্ব পুরোপুরি দেয়া উচিত বলে মনে করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, জন্ম নিবন্ধনের বিষয়ে সমন্বয়ের অভাবে দালাল চক্র সৃষ্টি হচ্ছে। এছাড়া অনলাইনের সমস্যা সমাধানের জন্য সার্ভারের সক্ষমতা ৪ গুণ বৃদ্ধির তাগিদ দেন তিনি।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, সরকার সার্ভারের সক্ষমতা বাড়াতে কাজ করছে। এছাড়া নিবন্ধন সংশোধনে ডিসি অফিসে যে আইন তা পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।

/এমএন

Explore More Districts