জন্মদিনের কেকে কেমিক্যাল ব্যবহার করায় জরিমানা

জন্মদিনের কেকে কেমিক্যাল ব্যবহার করায় জরিমানা





স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জন্মদিনের কেক তৈরিতে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারের অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা উপজেলার সাবাশপুরে এ অভিযান পরিচালনা করেন।
তিনি খোয়াইকে জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সাবাশপুরে অভিযান চালানো হয়। সেখানে সিফাত ফুড স্টোরে জন্মদিনের কেক তৈরীতে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ মিলেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আনসার-ভিডিপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। দেবানন্দ সিনহা আরও জানান, অভিযানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতের জন্য এমন অভিযান অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন




Explore More Districts