মুম্বাই, ০৬ জুলাই – রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে ভক্তরাও অবাক। রণবীর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। এমনকী তিনি তার প্রোফাইলের ছবিও সরিয়ে ফেলেছেন এবং কালো করে রেখেছেন।
ভক্তরা অবাক হয়েছেন কেন রণবীর এমন করলেন। আরও একটি ভাবার বিষয় হল, রণবীর তার জন্মদিনের একদিন আগে এই সব করেছেন, যার কারণে ভক্তরা অনুমান করছেন যে তিনি কি তার আসন্ন কোনো কাজের জন্য এটা করেছেন?
আজ ৬ জুলাই, ৪০ বছরে পা রাখলেন এই অভিনেতা।
শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তার ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন। তবে তার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু বিভিন্ন জল্পনা। সবারই মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন এক সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর সিং? তাহলে কি আরও নতুন কোনও চমক দেবেন এরপর তিনি তার ভক্তদের? এ কি তারই প্রস্তুতি?
অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে রণবীর কি নতুন কোনো সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনো ছবির জন্য শর্ত মেনে সমস্ত পোস্ট ডিলিট করেছেন? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সোশাল মিডিয়াকে চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর? তবে এতগুলো প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনো উত্তর মেলেনি।
এদিকে বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ‘ধুরন্ধর’-এর নির্মাতারা তার জন্মদিনে প্রথম লুক প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন। এটা ভক্তদের জন্য একটা বড় চমক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের মাধ্যমে জানানোর চেষ্টা করছেন যে বিশেষ কিছু আসছে, একটা সিনেমাটিক ট্রিট হবে তার দর্শকদের জন্য। রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ছবিটির পরিচালক আদিত্য ধর এ পরিকল্পনা করেছেন।
কিছুদিন আগে ‘ধুরন্ধর’ ছবিটির ঘোষণা করা হয়েছিল, যেখানে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্না। তবে, এখনও পর্যন্ত ছবির নায়িকা সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি।
‘ধুরন্ধর’ ছাড়াও, রণবীরকে ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবিতেও দেখা যাবে। এটা হবে ফারহানের ‘ডন’ ছবির তৃতীয় অংশ। প্রথম ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়, এরপর এর সিক্যুয়েল ২০১১ সালে আসে এবং দুটি ছবিই হিট হয়। দুটি ছবিতেই শাহরুখ খান মুখ্য ভূমিকায় ছিলেন।
এনএন/ ০৬ জুলাই ২০২৫