কারা নিবন্ধিত হচ্ছেন, লেনদেন কোথায়
সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স (আমেরিকান এক্সপ্রেস)—এই তিন ব্র্যান্ডের কার্ড রয়েছে। ব্যাংকটিতে ডেবিট কার্ড রয়েছে ১২ লাখ ও ক্রেডিট কার্ড রয়েছে সাড়ে ৪ লাখ। এর মধ্যে ৪০ শতাংশ ভিসা ও মাস্টারকার্ডের। এসব কার্ডধারীরা গুগল পে–তে লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, শিগগিরই অ্যামেক্স কার্ডধারীদের এই সেবায় যুক্ত করার কাজ চলছে।
সারা দেশে সিটি ব্যাংকের ৩৫ হাজার পিওএস রয়েছে। এর মধ্যে ৩২ হাজার পিওএস যন্ত্রে এনএফসির মাধ্যমে লেনদেন করা যায়। এ ছাড়া অন্য ব্যাংকের দেওয়া পিওএস যন্ত্রেও গুগল পের মাধ্যমে লেনদেন করা যাবে। গুগল পে ব্যবহার করে লেনদেন করতে গ্রাহকের বাড়তি কোনো খরচ হবে না। যেসব গ্রাহকের কার্ডে অনুমতি রয়েছে, তাঁরা গুগল পের মাধ্যমে বিদেশে ডলারেও মূল্য পরিশোধ করতে পারবেন।