জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশিদের কাছে ধর্না কেন, প্রশ্ন ভূমিমন্ত্রীর – দৈনিক আজাদী

জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশিদের কাছে ধর্না কেন, প্রশ্ন ভূমিমন্ত্রীর – দৈনিক আজাদী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বিএনপির উদ্দেশে বলেন, জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশিদের কাছে আপনারা ধর্না দিচ্ছেন কেন? তারা গণতন্ত্র কখনো বিশ্বাস করে না, কখনো করেও নাই। সুতরাং ভাঁওতাবাজি বন্ধ করেন। গতকাল শনিবার সন্ধ্যায় কর্ণফুলীর শিকলবাহা আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ জেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর এখন ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন তারাই গণতন্ত্র নিয়ে কথা বলে। গণতন্ত্রের মুখোশধারীদের রাজপথে প্রতিরোধ করতে হবে।

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়ালোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মু. নেজাম উদ্দিন নদভী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপ ক্রীড়া সম্পাদক মো. আবদুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. শাহজাহান, দক্ষিণ জেলা যুবলীগ সাবেক সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা লুবনা হারুন।

উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সহসভাপতি মো. মুর্তজা কামাল চৌধুরী, মো. তৌহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. সহিদুল ইসলাম, নাসির উদ্দিন, অ্যাডভোকেট শাহাদাত কবির বাহাদুর, মো. মাইনুদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিউল আজম প্রমুখ।

ভূমিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার উড়ে আসেনি যে ধাক্কা দিলে পড়ে যাবে। আমাদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরেঘরে পৌঁছে দিতে হবে। আমরা ক্ষমতায় না গিয়ে ঘরে ফিরব না, লড়াই চলবে।

Explore More Districts