চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের রঘুনাথপুর হাজী করিম খান উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইমান মিয়াজী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল, হাবিব খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, মহান আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে বিএনপির জনসমর্থন সবচেয়ে বেশি। জনগণ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের দলের নেতাকর্মীদের আচড়নে যেন সেই ভোট নষ্ট না হয়। আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীদের শক্তি প্রয়োগ করতে হবে না। মানুষ বিএনপিকে ভালোবাসে। এখন আপনাদের কাজ হলো মানুষকে ভালোবেসা দিয়ে সেই ভোটগুলো আদায় করা।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগের নির্যাতন- নিপীড়ন সহ্য করেছেন। এখন দলের জন্য, আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের জন্য এবং নিজের ভালোর জন্য আরেকটু কষ্ট করতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকল ভেদাভেদ, দুঃখ, কষ্ট ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের মতো আমরাও বিশ্বাস করি এবার নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। তার পরেও বলছি, অতি আত্মবিশ্বাস ভালো না। আত্মবিশ্বাস নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আপনার এবং আপনাদের পরিবারের ভোট আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখন থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ১৭ বছর ধরে আমাদেরকে আগলে রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করতে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, নবগঠিত চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার মজুমদার ও সদস্য সচিব জাকির হোসেন গাজী। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৬ অক্টোবর ২০২৫

