জনগণই আমাদের মূল শক্তি : শেখ ফরিদ আহমেদ মানিক

জনগণই আমাদের মূল শক্তি : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন হাইমচরের জনগণের কাছে। গতকাল শুক্রবার বিকেলে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের আমতলী বাজারে ব্যাপক গণসংযোগকালে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।

এসময় স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা মাঠে থাকবে। এই আন্দোলনে হাইমচরের জনগণই হবে সবচেয়ে বড় শক্তি।

গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন— দেশে এখন গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। মানুষ তাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার হারিয়েছে। বিএনপির সংগ্রাম হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই আন্দোলনে হাইমচরের জনগণ অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার রক্ষার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। জনগণই আমাদের মূল শক্তি।

গণসংযোগে অংশগ্রহণ করেন— জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে জনসাধারণ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। চারদিকে ধানের শীষের পক্ষে স্লোগান ও জনগণের উচ্ছ্বাসে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। স্থানীয়রা জানান, শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে তারা আন্দোলন ও নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

হাইমচরের মানুষের আশা—আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকই হবেন চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এবং জনগণের কণ্ঠস্বর।

স্টাফ রিপোর্টার/ ১২ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts