জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রাম থেকে ফাঁদ পেতে একটি মেছোবাঘের শাবক আটক করেছে এক যুবক। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শাবকটি বন বিভাগে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায় আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের যুবক খালেদ মিয়া নিজ বাড়িতে একটি মোরগের খামার তৈরি করেন। প্রায় দিন খামার থেকে মোরগ খেয়ে ফেলে। তাই তিনি লোহার খাঁচা বানিয়ে ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার সকালে ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘ শাবক।
খালেদ মিয়া জানান, গত কয়েকদিন ধরে মেছোবাঘ শাবকের উৎপাত বাড়তে থাকে। আমার মোরগের খামারের মোরগ খাওয়ার পর আমার চাচার গোয়ালঘরে আক্রমণ করে একটি গরু খেয়ে ফেলে। তিনি জানান, চারিদিকে পানি থাকায় ঝোপজঙ্গল গুলোতে পানি উঠায় মেছোবাঘগুলো লোকালয়ে চলে এসেছে। আর দুটি মেছোবাঘ রয়েছে সেগুলো আটক করা যায়নি।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান জানান, মেছোবাঘের শাবক আটকের খবর পেয়ে লোকজন ওই বাড়িতে ভিড় করেন। কেউ কেউ এটি মেরে ফেলার চেষ্টা করলে বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করি। তিনি ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগকে খবর দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, মেছোবাঘ শাবক আটকের খবর পেয়ে সিলেট বনবিভাগকে জানালে তাঁরা এসে শাবকটি নিয়ে যায়।
