জগন্নাথপুরে এখনও মাটি পড়েনি কয়েকটি প্রকল্পে

জগন্নাথপুরে এখনও মাটি পড়েনি কয়েকটি প্রকল্পে

আলী আহমদ, জগন্নাথপুর
হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের নির্ধারিত সময়সীমা সোমবার শেষ হলেও জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কয়েকটি স্থানে এখনও মাটি পড়েনি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। প্রকল্প কাজের সঙ্গে সম্পৃক্তদের দাবি, কাজের তুলনায় টাকা কম পাওয়া গেছে। সময় মতো অর্থ না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করা কষ্টকর হয়ে উঠেছে।
নলয়া হাওর ঘুরে দেখা যায়, নলুয়ার হাওরের ফোল্ডার—১ এর আওতাধীন ১ নম্বর প্রকল্পে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে এখনও মাটি পড়েনি। ওই প্রকল্পের তেলিকোণা পাকা সড়কের নিকট থেকে নয়াবাড়ী, নোয়াগাঁও ও কান্দারগাঁও এলাকাসহ প্রায় ৫০০ মিটার স্থানে এখনও মাটি পড়েনি। ৩, ৫, ৬ ও ৭ ও ৮ নম্বর প্রকল্পের বেশ কিছু স্থানে মাটি ফেলার কাজ শেষ হয়নি। তবে কাজ চলমান রয়েছে।
নলুয়া হাওরের এক নম্বর প্রকল্পের সভাপতি ফখরুল ইসলাম বলেন, মাটি কাটার মেশিন নষ্ট থাকায় কিছুটা বিলম্ব হয়েছে কাজে। তবে দুই তিনদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তিনি জানালেন, ৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, টাকা পেয়েছি মাত্র ২৫ ভাগ। তিনি নিজের পকেটের টাকা দিয়ে বাঁধের কাজ করছেন বলে জানান।
৬নং প্রকল্পের সভাপতি ছাদিকুর রহমান বলেন, সময় মতো টাকা না পাওয়া নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি। এ প্রকল্পে ১৫ লাখ ৭৭ হাজার ৮শ’ টাকা বরাদ্দ দেয়া হয়। মাত্র এক কিস্তির টাকা সাড়ে তিন লাখ টাকা পেয়েছি। এরইমধ্যে টাকা ধার এনে ১০ থেকে ১২ লাখ টাকার কাজ করেছি। তবে এক দুইদিনের মধ্যে সম্পন্ন হবে কাজ।
৮ নম্বর প্রকল্পের সভাপতি স্থানীয় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুজাত মিয়া বলেন, মাটির সংকট থাকায় অনেক দূরবর্তী এলাকা থেকে মাটি এনে কাজ করতে হচ্ছে। কিছু স্থানে মাটি কাজর কাজ বাকি রয়েছে। আজ (গতকাল) বিকেলেই শেষ হয়ে যাবে বাঁধের কাজ।
৩ নম্বর প্রকল্পের সভাপতি রনধীর কান্ত দাস নান্টু বলেন, বাঁধের কাজ চলমান রয়েছে। দুই দিনের মধ্যে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করব।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাওরের কাজ শেষ না হওয়াতে আমরা শঙ্কিত। বেড়িবাঁধের কাজ এখনও অর্ধেক বাকি রয়েছে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জগন্নাপুরে এবার ২৮টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের মাধ্যমে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ শুরু হয়েছে। বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি ২১ লাখ টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি কাজের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার মাঠ কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের মাটি টাকার কাজে প্রায় ৮৬ ভাগ শেষ হয়েছে। দুই কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, হাওরের কাজ আমরা প্রতিনিয়ত পর্যাবে করছি। প্রথম দফায় কাজ শেষ না হাওয়াতে আগামি ২০ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এই সময়ের বাঁধের কাজ সমাপ্ত করা হবে।

Explore More Districts