সিলেটের জকিগঞ্জে ইতিকাফরত অবস্থায় মসজিদের মধ্যে জুনেদ আহমদ নামের এক কলেজ শিক্ষক মৃত্যুবরণ করেছেন। তিনি জকিগঞ্জের গণিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২৩ মার্চ) বিকেলে ইতিকাফরত অবস্থায় সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া বড় মহল্লা জামে মসজিদে তিনি মৃত্যুবরণ করেছেন।
মরহুমকে আগামীকাল সোমবার বিকাল ২টায় জকিগঞ্জ উপজেলার ঘেচুয়া গ্রামের বাড়ির সম্মুখে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।