ছোট শিশু আরাধ্য এখনো জানে না তার মা-বাবা আর নেই – দৈনিক আজাদী

ছোট শিশু আরাধ্য এখনো জানে না তার মা-বাবা আর নেই – দৈনিক আজাদী

ঈদের লম্বা ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন ঝিনাইদগের দিলীপ। বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিলীপ ও দিলীপের স্ত্রীসহ ১০ জন।

আলৌকিকভাবে বেঁচে যায় শিশু কন্যা আরাধ্য। তবে গুরুতর ভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু ৬ বছরের আরাধ্য বিশ্বাস এখনো যানে না তার মা-বাবা দুইজনে আর নেই। সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো তার মা-বাবাকে।

সড়ক দুর্ঘটনায় নিহত দিলীপের এক প্রতিবেশী জানান, দিলীপ গার্মেন্টসের ব্যবসা করতেন। দিলীপ বিশ্বাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

গণমাধ্যমে এ দুর্ঘটনার খবর প্রকাশের পর নিহত দিলীপের গ্রামের বাড়ি ঝিনাইদহের চলছে শোকের মাতম। পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে দিলীপের স্বজনদের আহাজারিতে।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিডিয়াতে সড়ক দুর্ঘটনার কথা জানাচ্ছি কিন্তুু এখনো কেউ আমার সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে কাজ করা হবে।

Explore More Districts