ছিল সোফা, হয়ে গেল বিছানা

ছিল সোফা, হয়ে গেল বিছানা

ঘরের ভেতর সবচেয়ে বেশি জায়গা নেয় বিছানা, চেয়ার, টেবিল। এ কারণে এগুলোর ওপর কাজও বেশি হচ্ছে যেন। ঘরের তুলনায় বাড়িতে সদস্যসংখ্যা যদি বেশি থাকে, মুহূর্তের মধ্যে বিছানায় পরিণত করা যায়, এমন সোফা কেনাই ভালো। এক দামে দুটোই পেয়ে যাচ্ছেন। তরুণেরাই মূলত এ ধরনের আসবাবের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বেশি, জানালেন পিণাক পাণি সাহা। আসবাব কেনার আগে একটু চিন্তা করে নিলে বাড়িতে আরাম ও কাজ, দুটোই সহজে করা যাবে। তবে এ ধরনের আসবাব ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভ্যাস গড়ে তোলা। দেয়ালের সঙ্গে লাগানো ছবিকে খাওয়ার টেবিল বানাতে হবে, খাওয়া শেষে আবার সেই দেয়ালেই লাগিয়ে ফেলতে হবে।

Explore More Districts