ছিনতাই হওয়া টাকা ফেরত এলেও নারী কর্মকর্তার স্বর্ণের দুল ফেরত আসেনি! – Habiganj News

ছিনতাই হওয়া টাকা ফেরত এলেও নারী কর্মকর্তার স্বর্ণের দুল ফেরত আসেনি! – Habiganj News

মুজাহিদ মসি: হবিগঞ্জের মাধবপুরে গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ফেরত এলেও, ফেরত আসেনি তার স্বর্ণের দুল। ঘটনাটি ঘটেছে উপজেলার চৌমুহনী ইউপির চেংগারবাজার এলাকার আরিচপুর গ্রামে, রবিবার (৫ অক্টোবর) রাতে।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা সুমনা আক্তার, তিনি গ্রামীণ ব্যাংকের স্থানীয় চেংগারবাজার শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।জানা গেছে, সেদিন রাতে ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে আরিচপুর এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার উপর হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়। সোমবার স্থানীয় ইউপি সদস্য আবু জাহেরের মধ্যস্থতায় ছিনতাইকারীরা ১৭ হাজার টাকা ফেরত দেয়, তবে স্বর্ণের কানের দুল ফেরত দেয়নি।

ভুক্তভোগী সুমনা আক্তার বলেন,

“আমি ব্যাংকের কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমাকে ধাক্কা দিয়ে ব্যাগ টেনে নেয়।কানের দুটি রিংও নিয়ে যায়।পরে এলাকাবাসীর সহায়তায় টাকা কিছুটা ফেরত পেলেও আমার কানের দুল ফেরত দেয়নি।”

 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন,

“ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, ছিনতাইকারীদের আইনের হাতে না তুলে মীমাংসা করার চেষ্টা করলে ভবিষ্যতে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

Explore More Districts