ছিনতাইয়ে অভিযুক্ত যুবক কারাগারে

ছিনতাইয়ে অভিযুক্ত যুবক কারাগারে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মোহন মিয়া (২২) নামে ছিনতাইয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে লাখাই ইউনিয়নের বটতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহন মিয়া বামৈ ইউনিয়নে পশ্চিম গ্রামে সঞ্জব আলীর ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের খোয়াইকে জানান, মোহন ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী। রবিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথসহ একদল পুলিশ বটতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

The post ছিনতাইয়ে অভিযুক্ত যুবক কারাগারে appeared first on দৈনিক খোয়াই । The Daily Khowai.

Explore More Districts