ছিনতাইকারীদের বিরুদ্ধে টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও জড়িতদের গ্রেপ্তার দাবী – Daily Gazipur Online

ছিনতাইকারীদের বিরুদ্ধে টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও জড়িতদের গ্রেপ্তার দাবী – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে জনতার বিস্ফোরণ ঘটে। চেরাগ আলী মোড়, টঙ্গী সরকারি কলেজ গেটসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
টঙ্গী পশ্চিম থানা বিএনপি আয়োজিত মানববন্ধনে আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, প্রতিদিন রাস্তায় রক্ত ঝরছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে জনগণ নিজেদের রক্ষার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
ঠিক একই সময়ে টঙ্গী সরকারি কলেজের সামনে বাংলাদেশ ইউথ রেভলিউশন এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেন। এক ছাত্র বলেন, ক্লাস শেষে গেটে দাঁড়াতে ভয় লাগে। কে কখন আক্রমণ করবে বলা যায় না।
এর আগে গতকাল বাটা গেট ফ্লাইওভারে অফিসগামী ট্রাস্ট মিটারের কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে ছিনতাইকারীরা হত্যার পর পুরো টঙ্গীতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তার পরিবার জিএমপি কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ করে দ্রæত আসামি গ্রেপ্তারের দাবি জানায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান বলেন, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। কোনো অপরাধী ছাড় পাবে না। তিনি জানান, গত রাতে ডিসি ক্রাইম মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে কয়েকজন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। তবে আইনি জটিলতায় অনেক আসামি দ্রæত জামিনে বেরিয়ে আসে, যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
মানববন্ধনে কয়েকটি দাবি উত্থাপন করা হয় এর মধ্যে রয়েছে সিদ্দিকুর হত্যার মূল আসামিদের দ্রæত গ্রেপ্তার, টঙ্গীর হটস্পটে স্থায়ী পুলিশ টহল, পর্যাপ্ত আলো ও সিসিটিভি স্থাপন, মাদকচক্রের গডফাদারদের গ্রেপ্তার এবং দায়িত্বহীন পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

Print Friendly, PDF & Email

Explore More Districts