ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ আহসান (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে।নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪)। তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, জিহাদ ছুটিতে বাড়িতে এসে রোববার সন্ধ্যায় মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ফি জমা দিতে বের হন। পথে বন্ধু রহমান ও আরিফ হোসেনের সঙ্গে সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এ সময় রহমান ও আরিফ পালিয়ে যেতে সক্ষম হলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার উরুতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জিহাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
