ছাত্র পড়াতে গিয়ে যৌন নীপিড়নের শিকার গৃহশিক্ষিকা, গৃহকর্তা আটক – দৈনিক আজাদী

ছাত্র পড়াতে গিয়ে যৌন নীপিড়নের শিকার গৃহশিক্ষিকা, গৃহকর্তা আটক – দৈনিক আজাদী

খাগড়াছড়ির গুইমারায় গৃহশিক্ষিকাকে যৌন নীপিড়নের অভিযোগে বিটু বড়ুয়া (৩৮) নামে এক গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে তাকে আটক করে গুইমারা থানা পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলে জানায় ওসি।

পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার ০১নং গুইমারা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের লন্দুক্যাপাড়ায় বিটু বড়ুয়ার ছেলেকে পড়াতে যান গৃহশিক্ষিকা। এ সময় সুযোগ পেয়ে ঐ গৃহশিক্ষিকাকে যৌন হয়রানির চেষ্টা করে অভিযুক্ত বিটু বড়ুয়া। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর বিটু বড়ুয়াকে গ্রেফতার করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ভুক্তভোগী নারীর মা থানায় আমাদের কাছে লিখিত করলে আমরা বিটু বড়ুয়াকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Explore More Districts