জানতে চাইলে মিছিলে থাকা জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান বলেন, ‘আমরা মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থানের পর কয়েকজন সমন্বয়ক থানার ভেতরে যান কথা বলতে। আমরা তখনই সবাইকে সরে যেতে বলি। তবে একটি অংশ সেখানে ছিল। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হওয়ার পর সেখান থেকে চলে আসি আমরা।’
আটক দুজনের পরিচয় জানতে চাইলে আবরার হাসান জানান, তাঁদের একজন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ওবায়দুর রহমান। আরেকজন মো. সেলিম। তিনি শ্রমিক বলে জানিয়েছেন আবরার হাসান। তাঁর ভাষ্য, তাঁরা দুজনই জুলাই আন্দোলনের সময় সম্মুখসারির যোদ্ধা ছিলেন।