ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

৫ June ২০২৫ Thursday ৭:৫৫:৫৬ PM

Print this E-mail this


ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে দিয়ে পা চাটানো এবং ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে এ কাজ করিয়েছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার লাউপাড়া এলাকায় অবস্থিত মারকাজুল কুরআন আরবি মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান মাদরাসাটির ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে পড়া না পারায় স্যার তাকে একা রুমে ডেকে নেন। পরে ভয় দেখিয়ে নিজের পা চাটান ও মাটির ময়লা খাওয়ান।

’তবে, অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মেয়েটিকে শুধু ভয় দেখিয়েছি। ময়লা খাওয়াইনি বা পা চাটাইনি।’ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এ ধরনের অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান সিকদার বলেন, ‘এটি সরাসরি শিশুর মানবাধিকার লঙ্ঘনের শামিল। দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা যায়। শিশু আইন ২০১৩-এর ৭, ৮ ও ৯ ধারা অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ শুধু শিক্ষকতার অপমান নয় সমাজেও এর বিরূপ প্রভাব পড়ে।

’তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts