২৮ September ২০২৫ Sunday ৭:০০:৩১ PM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন শাকিল হাওলাদারের ওপর ছাত্রদলের হামলার ঘটনা কেন্দ্রকে জানানো হবে এবং এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চ্যানেল 24 এর ক্যামেরাপার্সন সাকিল হাওলাদার পাপ্পুকে দেখতে গিয়ে একথা বলেন তিনি।
এসম তিনি আরও বলেন, সারা দেশেই বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর বিরুদ্ধে সর্বদা সোচ্চার। যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, যাতে এমন কাজ করার সাহস আর কেউ না পায়।
উল্লেখ্য, গত শুক্রবার নগরীর গ্রীনসিটি পার্ক সংলগ্ন এলাকায় পার্কে প্রবেশ করাকে কেন্দ্র করে সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসানের উপর হামলা চালায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাকে রক্ষায় চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন এগিয়ে আসলে তাকে রক্তাক্ত জখম করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |