- নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, শহরের বাইরে
- বাসদ নেতা সেলিম মাহমুদ গ্রেফতার
ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট টাইম : এপ্রিল, ২১, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
- 2 পড়েছেন
মিজনুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ কে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে এর প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে।২১-৪-২০২৫ সোমবার বিকাল ৪ টার সময় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এবিষয়ে পবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন,” বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে আমাদের ছাত্রদলের ভাইয়েরা গুম ও খুনের স্বীকার হয়েছে ঠিক একইভাবে বর্তমানে তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সন্ত্রাসী কর্মীদের হাতে আমাদের ভাই পারভেজ খুন হয়েছে। আমরা অতিসত্বর এই ঘটনায় জড়িত হত্যাকারীদের দ্রুত বিচার আওতায় আনার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় হলের নেতৃবৃন্দ