ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে তৈরি করত সিসা, অতঃপর…

ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে তৈরি করত সিসা, অতঃপর…

৩ July ২০২৫ Thursday ৬:৪৪:২৪ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে তৈরি করত সিসা, অতঃপর…

বরগুনার আমতলী উপজেলার আঙুলকাটা গ্রামে পায়রা নদীর পাড়ে ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে শত শত পুরোনো ব্যাটারি কেটে ও পুড়িয়ে তৈরি করা হয় সিসা। এ খবরে অবৈধ এ সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে কারকাখানার মালিক সজল হাওলাদারকে ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এসময় মালামাল জব্দসহ কারকাখানাটি সিলগালা করা হয়েছে।

রোববার (২৯ জুলাই) আমতলী উপজেলা পরিবেশ অধিদপ্তরের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ সিসা কারখানার ধোঁয়ায় আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যঝুঁকিতে ছিল। এছাড়া পরিত্যক্ত ব্যাটারির এসিড পানিতে মিশে নদীর দূষণ ঘটানোর পাশাপাশি আশপাশের এলাকার গবাদি পশু মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এই অবৈধ ফ্যাক্টরি বন্ধ হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts