ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩

ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩

১৯ September ২০২৫ Friday ১০:১২:৩৩ PM

Print this E-mail this


অনলাইন নিউজ ডেস্ক:

ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩

পটুয়াখালীর বাউফলে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন খোরশেদ খান (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মর্জিনা বেগমের কাঠাল গাছের চারা খেয়ে ফেলে খোরশেদের পালিত ছাগল। এ নিয়ে তার স্ত্রী মোর্শেদা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে মর্জিনা বেগম, স্বামী সবুজ হাওলাদার ও তার ছেলে সজিব হাওলাদার ঘটনাস্থলে গিয়ে আক্রমণের চেষ্টা করলে উভয় পরিবার সংঘর্ষ জড়ায়।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় খোরশেদের পরিবারের তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আহত মোর্শেদা বেগমের হাত ভেঙে গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে। বাকিদরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেছেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts