চৌদ্দগ্রামে ভেন্টিলেটর ভেঙে পুলিশ হেফাজত থেকে পালাল কিশোর – Ajker Comilla

চৌদ্দগ্রামে ভেন্টিলেটর ভেঙে পুলিশ হেফাজত থেকে পালাল কিশোর – Ajker Comilla

news-image

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের একটি আদালতে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রা বিরতির সময় টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে জাহিদ হাসান নামে এক কিশোর অপরাধী।

রোববার (১৪ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ডলি রিসোর্ট নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

কিশোর জাহিদ হাসান দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত আসামি। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে হেফাজতে রাখা হয়। রোববার চট্টগ্রামের আদালতে তার মামলার হাজির হওয়ার তারিখ ছিল।

হাজিরা শেষে তাকে নিয়ে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল একটি বাসে করে পুনরায় গাজীপুর নিয়ে যাচ্ছিল। বিকেল ৫টায় মহাসড়কের ডলি রিসোর্টে যাত্রাবিরতি করে বাসটি।

এ সময় কিশোর জাহিদ হাসান টয়লেটে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় পুলিশ দরজায় ধাক্কা দিয়ে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি।

কৌশলে সে টয়লেটের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

কিশোর জাহিদ হাসানকে হেফাজতকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য মো. কামরুল বলেন, চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রাবিরতি করে।

তিনি বলেন, এ সময় কিশোর জাহিদ হাসান টয়লেটে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দেই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেতরে জানালা সদৃশ্য ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ শুরু করেছে। এখনো আটক করা সম্ভব হয়নি।

Explore More Districts