শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণ ভোটর নির্বাচন তফসিল ঘোষণা পরে চৌগাছায় বিএনপির পক্ষ্যে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সন্ধ্যা সড়ে ৬ টার নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট এর তফসিল ঘোষণা উপজেলা বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি ইউনুচ আলী দফাদার , পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনিচুর রহমান,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মোটর যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকী, ইটালী জেলা লিবের্ণ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আফিল উদ্দিন দফাদার, উপজেলা বিএনপির কোষাধক্ষ্য খাইরুল ইসলাম,
ছত্রদলের সদস্য সচিব মঈন হাসান রকি , পৌর কৃষক দলের সভাপতি মিলন হোসেন, পৌর ছত্রদলের ভারপ্রাপক আহবায়ক হাকিমরেজা সহ বিএনপি যুবদল,কৃষক দল,স্বেচ্ছাসেবক দল,ছত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


