চৌগাছায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

চৌগাছায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার





চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় ইমদাদুল হক (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ইমদাদুল হক উপজেলার পাশাপোল ইউনিয়নের দশপাকিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

চৌগাছা থানায় পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোন সময়ে তিনি সবার অগোচরে দ্বিতল বসতঘরের সামনে থাকা বরই গাছের ডালে গরু-ছাগল বাঁধা রশি দিয়ে ঝুলেছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে রশি থেকে লাশটি নামিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেয়। এরপর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

স্বজন ও স্থানীয়রা জানান, ইমদাদুল পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ার চেষ্টা করতেন। গত বছর তিনি চরমোনাইয়ে যান। আগামীতে হজ্জে¦ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা জানান, ইমদাদুলের স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য নিয়ে পরিবারে কলহ ছিল।

দশপাকিয়া পুলিশ ফাঁঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করি। পরে সেটি ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের স্ত্রীর সাথে তার কলহ ছিল। ধারণা করা হচ্ছে-এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।








Explore More Districts