চৌগাছায় বিএনপির জরুরি নির্দেশনা: ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকার আহ্বান

চৌগাছায় বিএনপির জরুরি নির্দেশনা: ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকার আহ্বান

chowgacha jessore map

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রার্থীদের নিয়ে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে দলের প্রার্থীদের নিয়ে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এতে দলের ঐক্য বিনষ্ট হচ্ছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্যের প্রবণতা দেখা দিচ্ছে। বিশেষ করে কেউ কেউ ‘নির্দিষ্ট প্রার্থী মনোনয়ন না পেলে ভোটকেন্দ্রে যাব না’ বা ‘অন্য দলকে ভোট দেব’ এমন মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

চৌগাছা উপজেলা বিএনপি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব বিভ্রান্তিকর মন্তব্য দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

Explore More Districts