চৌগাছায় এসএসসি ৯৯ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠিত

চৌগাছায় এসএসসি ৯৯ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠিত

“বন্ধুত্বের বন্ধনে ফিরে দেখি”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় এসএসসি ৯৯ ব্যাচের রজতজয়ন্তী, মিলনমেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল পরিচয় পর্ব, মিলনমেলা, খেলাধুলা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মাহাবুর আলম মিলন। এছাড়া বক্তব্য দেন চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের শিক্ষার্থী ও প্রভাষক আমিদুল ইসলাম, চৌগাছা হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সানোয়ার হোসেন, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তিতাস মিয়া, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিপন হোসেন, মাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জাহিদ আলম, পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মুক্তার হোসেন ও প্রতাপ ঘোষ, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তাজুল ইসলাম তিতাস, রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নজরুল ইসলাম এবং মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বাদশা হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করেন ৯৯ ব্যাচের বন্ধু সাদেকুর রহমান ডালিম, জিয়াউর রহমান, তারিজুল ইসলাম, সজিব, সেলিম হোসেনসহ আরও অনেকে।

উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলা সম্পন্ন হয়, যেখানে দীর্ঘদিন পর বন্ধুরা একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন ও পরস্পরের সুখ-দুঃখ ভাগ করে নেন।

Explore More Districts