চৌগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক

চৌগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক

chowgacha jessore map

যশোরের চৌগাছায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মসিয়ুর নগর বাজার থেকে তাদের আটক করে চৌগাছা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি পালসার মোটরসাইকেল জব্দ করে।

আটককৃতরা হলো উপজেলার কয়ারপাড়া গ্রামের লিটনের ছেলে ইয়াছিন (২০) এবং একই গ্রামের কুবাদ আলীর ছেলে ইমামুল (১৯)।

চৌগাছা থানার এস আই আসরাফ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মসিয়ূর নগর বাজারে অবস্থান নিয়ে চ্যালেঞ্জ করে তাদেরকে আটক করেন।  এসময় তাদের কাছ থেকে ৫ পিস করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই সাথে তাদের বহনকারী মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।

এদিকে একটি সুত্র বলছে ইয়াবা ট্যাবলেট বিক্রেতাকেও আটক করে পুলিশ।  মোটা অংকের লেনদেনের মাধ্যমে বিক্রেতাকে ছেড়ে দিয়েছে এস আই আসরাফ।

এস আই আসরাফ হোসেন বলেন, ‘বিক্রেতাকে ছেড়ে দিয়েছি এটা সম্পুর্ন মিথ্যা তথ্য। কোনো বিক্রেতাকে আটক করা হয়নি  ছেড়ে দেবো কিভাবে’।

তিনি আরও জানান এঘটনায় মাদক আইনে চৌগাছা থানায় মামলা হয়েছে।

Explore More Districts