‘চোর’, ‘চোর’ কটূক্তি! প্রথম বিদেশ সফরে গিয়েই লজ্জায় পড়লেন পাক প্রধানমন্ত্রী

‘চোর’, ‘চোর’ কটূক্তি! প্রথম বিদেশ সফরে গিয়েই লজ্জায় পড়লেন পাক প্রধানমন্ত্রী

#মদিনা: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশযাত্রার অভিজ্ঞতা খুব একটা সুখকর হল না৷ কারণ সৌদি আরবে গিয়ে মদিনায় পা দিতেই ‘চোর’, ‘চোর’ ধ্বনি শুনতে হল পাক প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গীদের৷ যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে৷

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তিন দিনের সফরে প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে গিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী৷ সেই প্রতিনিধি দলকে নিয়েই মদিনার বিখ্যাত ধর্মস্থান মসজিদ-ই-নবাবিতে পৌঁছন তিনি৷ কিন্তু সেখানে থাকা পুণ্যার্থীদের একটা বড় অংশ পাক প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গীদের দেখেই চোর, চোর বলে চিৎকার করতে থাকেন৷

আরও পড়ুন: দুই সন্তানের মা আত্মঘাতী বিস্ফোরক বেঁধেছিলেন শরীরে, করাচির বিস্ফোরণের নেপথ্যে থাকা মহিলা চমকে দেবেন

এই ঘটনার পরেই অবশ্য ধর্মস্থানে পবিত্রতা নষ্টের অভিযোগে স্থানীয় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে৷ কিন্তু প্রথম বিদেশ সফরে গিয়েই এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছেন শেহবাজ শরিফ৷ তাঁর সঙ্গে থাকা প্রতিনিধি দলের পাকিস্তানের মন্ত্রী, সাংসদরাও ছিলেন বলে খবর৷

আরও পড়ুন: গাছতলায় দাঁড়িয়ে মহিলা, মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণে সব শেষ! করাচির ভয়ঙ্কর ভাইরাল ভিডিও

শেহবাজ শরিফের সঙ্গে থাকা পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ুম ঔরঙ্গজেব অবশ্য এই ঘটনার জন্য সরাসরি ইমরান খানের দিকেই আঙুল তুলেছেন৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, ‘এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি ওই ব্যক্তির নাম নিতে চাই না কারণ আমি এখানে রাজনীতি করতে আসিনি৷ কিন্তু ওরা গোটা পাকিস্তানের সমাজের বদনাম দিল৷’

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে গত ১১ এপ্রিল পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেহবাজ শরিফ৷

Published by:Debamoy Ghosh

First published:

Explore More Districts