চেতনানাষক ঔষধ প্রয়োগে ভ্যান চালক আহত

চেতনানাষক ঔষধ প্রয়োগে ভ্যান চালক আহত



Post Views:
১২৫

ফারুক সাগর:

সাতক্ষীরার তালা উপজেলায় চেতনানাষক ঔষদ প্রয়োগে এক ভ্যান চালক অচেতন অবস্থায় ক্লিনিকে ভর্তি হয়েছে। রবিবার (২৭ আগষ্ট) বিনেরপোতা এলাকায় ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে,উপজেলার যুগীপুকুর গ্রামের শহিদুল সরদারের পুত্র ইসমাইল সরদার (২৬) বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাংড়ি কেনার জন্য সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে বীনেরপোতায় এক হোটেলে সকালের নাস্তা খেয়ে ভ্যান নিয়ে আবার রওনা হয় সে। এসময় তার ভ্যানে ২ জন যাত্রী ওঠে।  সেই যাত্রীরা তাকে বিভিন্নভাবে চা, সিগারেট এটা ওটা খাওয়ার কথা বলে। কিন্তু ভ্যান চালক ইসমাইল সরদার কিছু খেতে চায়নি। পরে ভ্যানে থাকা ২ যাত্রী ভ্যান চালককে বলে তুমি কোথায় যাবা সে বলে আমি তো ভাংড়ি আনতে যাব মাধবকটী তখন ২ যাত্রী বলে আমারাও মাধবকটী দিকে যাব।

 

একপর্যায় সাতক্ষীরা বাইপাস সড়কের বড় ব্রীজের কাছে গেলে ভ্যানে থাকা ২ যাত্রী ইসমাইল সরদারের মুখের দিকে রুমাল দিয়ে হঠাৎ ফু দেয়।  এতে ভ্যান চালকের চোখ মুখ জ্বালা করতে থাকে। এই সুযোগে ২ যাত্রী ইসমাইল সরদারের কাছে থাকা একটি ব্যাগ যাতে ৯ হাজার ৫ শত টাকা ছিল তা নিয়ে চলে যায়। পরে ইসমাইল সরদার তার অবস্থা খারাপ বুঝে সে আবার বিনেরপোতার দিকে ফিরে আসতে থাকে। একপর্যায় তার জ্ঞান হারিয়ে যায়। পরে তার এক  প্রতিবেশী ভাই তাকে চিন্তে পেরে অজ্ঞান অবস্থায় স্থানীয়দের সহযোগীতা নিয়ে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করে।

এবিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে  পুলিশে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please follow and like us:


Tweet
20

Explore More Districts