চেক ডিজঅনার মামলায় কাউন্সিলর পান্না গ্রেপ্তার – Habiganj News

চেক ডিজঅনার মামলায় কাউন্সিলর পান্না গ্রেপ্তার – Habiganj News

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে হবিগঞ্জ শহরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর পান্না শীল (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার ১১ই জুন ভোরে সদর এসআই কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ কালিগাছতলায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক ডিজঅনারের ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। এদিকে বহুদিন সে অনুপস্থিত থাকায় হবিগঞ্জ পৌরসভা থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হয়। তার কাছে অনেকে টাকা পান।

Explore More Districts