চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হতে পারে। তার আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা । ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর,তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে।

২৭ আগস্ট ইসির কর্মপরিকল্পনায় ভোটারের বিষয়ে এমন পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে গত ১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত ভোটার বাদ দেয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯শ জনে।

তিনি বলেন, ‘এ বছর আসলে তিনটি ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ আগস্ট হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবং ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের একটি তালিকাও প্রকাশ করা হবে।’

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তফসিল ঘোষণা করতে হবে ভোটের দু’ মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

ইসি কর্মকর্তারা বলছেন,‘সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। যেহেতু নভেম্বরের একেবারে শেষে ভোটার তালিকা চূড়ান্ত হবে। তাই তফসিল তার কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।’

২৭ আগস্ট ২০২৫
এজি

Explore More Districts