চুয়াডাঙ্গায় শনিবার বিদ্যুৎ থাকবে না ৪ ঘণ্টা | দৈনিক মাথাভাঙ্গা

চুয়াডাঙ্গায় শনিবার বিদ্যুৎ থাকবে না ৪ ঘণ্টা | দৈনিক মাথাভাঙ্গা

স্টাফ রিপোর্টার: পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন এলাকায় আগামী শনিবার টানা চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ওজোপাডিকো গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওজোপাডিকোর চুয়াডাঙ্গা ক্যাম্পাসে অবস্থিত ৩৩/১১ কেভি উপকেন্দ্রে পুনর্বাসন কাজের জন্য ২২ জুলাই (শনিবার) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, চুয়াডাঙ্গায় ওজোপাডিকোর আওতায় বর্তমানে ৪২ হাজার গ্রাহক আছেন। আগামী দিনগুলোয় এসব গ্রাহকের সেবার মানোন্নয়নে আগামী শনিবার সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা অবস্থায় সবার সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সঙ্গে কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Explore More Districts