চুয়াডাঙ্গায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর | দৈনিক মাথাভাঙ্গা

চুয়াডাঙ্গায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর | দৈনিক মাথাভাঙ্গা

শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন
স্টাফ রিপোর্টার: মাগুরা -১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তখন আমাদেরকে অনেকেই উপহাস করেছিলেন। এখন সেটাই বাস্তবতা। বর্তমানে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এইজন্য প্রত্যেক নাগরিককে স্মার্ট করতে হবে। প্রধানমন্ত্রী সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিকে টেনে আনার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে লার্নিং এন্ড আর্নিং প্রক্রিয়া শুরু করেছেন। তোমরা যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছো, তাদেরকে আমরা একটি সিঁড়ির ওপর উঠিয়ে দিলাম। সিঁড়ি টপকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব তোমাদের। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বহুমুখী মানব কল্যাণ সংস্থার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাইফুজ্জামান শিখর উপরোক্ত মন্তব্য করেন। সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল। সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (আইএমইডি) কামাল হোসেন তালুকদার, সংস্থার চুয়াডাঙ্গা শাখার সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রশিদ। নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, নাসির জোয়ার্দার প্রমুখ। এ সময় অভিব্যক্তি করতে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, অত্যান্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার শেখানো হয়। আমরা এখান থেকে কম্পিউটার শিখে অনেক অনলাইন ব্যবসা করছি এবার কেউ চাকুরি করছি। ২টি ব্যাচে ৬০ জন শিক্ষার্থী সার্টিফিকেট লাভ করেছেন তারা এ সংস্থা থেকে বিনামূল্যে দুই মাসের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া দুপুরে কুষ্টিয়া কার্যালয় পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (আইএমইডি) কামাল হোসেন তালুকদারসহ অতিথিবৃন্দ। এ সময় ৩০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।


Explore More Districts